বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ

  • ৩১-জানুয়ারী-২০২০ ০৯:০৯ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশে বরিশালসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বিপাকে পড়েন যাত্রী থেকে শুরু করে নৌযান কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে থাকা যাত্রীরা বিকল্প পথে ঢাকায় গিয়েছেন।

বরিশাল-ঢাকা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী সুন্দরবন লঞ্চের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র সিদ্ধান্ত জানার পর শুক্রবার বিকালে কেবিনের যাত্রীদের মোবাইলে লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এরপর কিছু যাত্রী কেবিনের টাকা ফেরত নেন, আবার কিছু যাত্রী পরবর্তী তারিখে কেবিনের বুকিং দেন। তবে আকস্মিক সিদ্ধান্তে আমরা (লঞ্চ কর্তৃপক্ষ) ও যাত্রীরা উভয়ই কিছুটা হলেও সমস্যা পড়তে হয়েছে।

যাত্রীরা বলেন, বৃহত্তর স্বার্থে সরকার নৌ চলাচল বন্ধ রাখতেই পারে, তবে বিষয়টির আগাম ঘোষণা থাকলে দুর্ভোগে পড়তে হতো না।

বিআইডব্লিউটিএ’র বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছদ ৫ অনুসারে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত রাজধানীমুখী সব লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট চলাচলের ওপর ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত চিঠি ইস্যু করে নৌ পরিবহন মন্ত্রণালয়।’

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু করতে শুক্রবার বরিশাল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যাত্রীবাহী লঞ্চ।’

তিনি আরও বলেন, ‘বরিশাল ও দক্ষিণাঞ্চল থেকে চলাচল বন্ধ থাকালেও ঢাকা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Ads
Ads