ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু

  • ১-ফেব্রুয়ারী-২০২০ ০২:১৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকার দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত। এই সময়ের মধ্যে দুই সিটির প্রায় আড়াই হাজার কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ৫৪ লাখ ভোটার ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্য দিয়ে সাড়ে সাতশ প্রার্থীর মধ্যে থেকে দুই সিটির জন্য তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন ঢাকাবাসী।

দুই সিটির মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪।

ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলরের ৭৫টি পদে ৩২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্তিা করছেন।

ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি কেন্দ্রের ৭ হাজার ৮৪৬টি ভোট কক্ষে এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি কেন্দ্রের ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে।

শনিবারের নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাবাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

এবারের নির্বাচনে বেশ কয়েকটি দল অংশ নিলেও মূলত প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে দেশের প্রধান দুই রাজনৈতিক দল-ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ১৩ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির প্রার্থীদের মধ্যে।

মেয়র পদে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিকুল ইসলাম। তার বিপরীতে ধানের ধীনের প্রতীক নিয়ে লড়বেন তাবিথ আউয়াল। মেয়র পদে আতিক-তাবিথের সঙ্গে উত্তর সিটিতে আরও চারজন প্রার্থী রয়েছেন।

অন্যদিকে দক্ষিণ সিটিতে নৌকার টিকিট পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। তার বিপরীতে বিএনপি থেকে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন। মেয়র পদে তাপস-ইশরাকের সঙ্গে দক্ষিণ সিটিতে আরও পাঁচজন লড়াই করবেন।

সর্বশেষ ঢাকার দুই ভাগে ভোট হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। ২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকাকে উত্তর ও দক্ষিণে ভাগের পর এটাই দ্বিতীয় নির্বাচন। এর আগে একক সিটি করপোরেশন হিসেবে ঢাকা মহানগরে নির্বাচন হয়েছিল ২০০২ সালে।

Ads
Ads