পরিবার নিয়ে ভোট দিলেন আতিকুল ইসলাম

- ১-ফেব্রুয়ারী-২০২০ ০২:৪৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ভোট দিয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আতিকুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
এদিন সকাল ৮টার দিকে কেন্দ্রে প্রবেশ করলেও কোন বুথে ভোট দেবেন সেটি খুঁজে পাচ্ছিলেন না আতিকুল ইসলাম। প্রথমে নিচ তলায়, পরে দ্বিতীয় তলার ২ নম্বর কক্ষ এবং তারপর তৃতীয় তলার ৫ নম্বর কক্ষে গিয়ে ফেরত আসতে হয় আতিককে। পরে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষই তার ভোটিং বুথ হিসেবে নিশ্চিত হলে সেখানেই নিজ ভোটাধিকার প্রয়োগ করেন আতিকুল ইসলাম।
এসময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন আতিক। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাবেন আতিকুল ইসলাম।
সকাল আটটায় ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এবারের ভোটে ঢাকা উত্তরে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন ভোটার ভোট দেবেন।
ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন।