নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট: সিইসি

- ১-ফেব্রুয়ারী-২০২০ ০৭:০৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।
শনিবার রাজধানীর উত্তরা আইইএস কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, ভোটার উপস্থিতি কম হলেও আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে। নির্বাচনে কখনোই সংঘর্ষ কাম্য নয়। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এজেন্টদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কাউকে বের করে দিলে, প্রথমে রিটার্নিং কর্মকর্তা ও পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা ব্যবস্থা নেবেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারা বিষয়গুলো কেয়ারফুললি দেখবেন। আর প্রার্থীরা ধৈর্য ধরেন, কোথাও বিশৃঙ্খলা হলে আমাদের জানান।
আমার কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। যদি কোথাও কোনো অভিযোগ পাই, তাহলে সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, প্রার্থীর সমর্থকদের প্রতি আমার অনুরোধ- তারা যেন পরিবেশ-পরিস্থিতি শান্ত রাখেন। ভোটের সপক্ষে পরিবেশ যেন বিরাজ থাকে। তাদের প্রতি এটা আমার একান্ত অনুরোধ।