এখন কোনো কথা বলব না, তাহলে তা ছড়িয়ে যাবে: ইসি মাহবুব

- ১-ফেব্রুয়ারী-২০২০ ০৮:৩৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকার দুই সিটি করপোরেশনের চলমান নির্বাচন নিয়ে এখন কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
শনিবার (১ ফেব্রুয়ারি) মগবাজার ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।
মগবাজারের এই কেন্দ্রে ভোটও দিয়েছেন মাহবুব তালুকদার। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্রে আমি বিরোধী দলের মেয়র প্রার্থীদের এজেন্ট পাইনি। তারা কেন নেই, তা আমি বুঝতে পারছি না।
বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সামনে কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়নি। কাউকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাইনি। তাদের দেখতেই পাওয়া যায়নি। বের করে দেওয়া হবে কিভাবে?
নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি না, সে বিষয়ে প্রথমে মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরে সাংবাদিকরা একাধিকবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বচ্ছ শব্দের ব্যাপ্তি অনেক। এখানে অনেক অভিযোগ পেয়েছি, তবে এখন কোনো কথা বলব না। তাহলে তা ছড়িয়ে যাবে।
মগবাজার ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে (১০৪৭ নম্বর কেন্দ্র) মোট ভোটারসংখ্যা ১৭৭০ জন। সকাল থেকেই তেমন একটা ভিড় দেখা যায়নি কেন্দ্রটিতে।