বিএনপির প্রর্থীদের অভিনন্দন জানিয়েছেন আ.লীগের আতিকুল ইসলাম

  • ১-ফেব্রুয়ারী-২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ
Ads

:: সিনিয়র প্রতিবেদক ::

ঢাকা উত্তর -দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী পক্ষ বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটি  করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।  

শনিবার বিকালে ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে ভোরের পাতার প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, অন্যান্য নির্বাচনে বিএনপির প্রার্থীরা ভোটের দিন মাঝপথেই সরে দাঁড়াতো। এবার এমনটা হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এটাই গণতান্ত্রিক রাজনীতি। খেলার মাঝপথে মাঠ ছেড়ে চলে যাওয়া আমরাও চাই না। আওয়ামী লীগ চায় জনগণের ভোটার অধিকার নিশ্চিত করে জয় নিয়ে আসতে। ইনশাআল্লাহ আমরা সেই জয়ের পথেই আছি।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম আরে বলেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি হয়তো একটু কম ছিল শুরুতে। দিনের সময় বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বেড়েছে। 

বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এবারের সিটও নির্বাচনের ভোট হয়েছে। এজন্য ঢাকার সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগের মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

Ads
Ads