আহত সাংবাদিককে দেখতে ঢামেকে র‍্যাব ডিজি

  • ১-ফেব্রুয়ারী-২০২০ ১১:০১ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর মোহাম্মদপুর ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি ঢামেকে চিকিৎসাধীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে ছুটে আসেন।

এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে ঢামেকে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, তার একটি সিটি স্কান করা হয়েছে। শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। আর এ ঘটনা কারা ঘটিয়েছে তা দেখা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রায়ের বাজার সাদেক খান রোডে এ হামলার শিকার হন। তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

Ads
Ads