রাজধানীর সড়কে যান চলাচল শুরু

  • ১-ফেব্রুয়ারী-২০২০ ০২:৪৮ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকার দুই সিটির ভোটগ্রহণের পর রাজধানীতে যান চলাচল শুরু হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর সন্ধ্যা ৬টায় যান চলাচল শুরু হয়।

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার (ব্যক্তিগত বাদে), বাস, ট্রাক, টেম্পো এবং অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।

মোটরসাইকেল চলাচলের ওপরও যে নিষেধাজ্ঞা ছিল, তাও সন্ধ্যা ৬টায় তুলে দেয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১ ফেব্রুয়ারি) আগের মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত সবধরনের নৌযান (ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ছাড়া) এবং স্পিটবোড চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ রাত ১২টা থেকে নৌচলাচলের ওপর থাকা এ নিষেধাজ্ঞাও উঠে যাবে।

Ads
Ads