গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আতিক-তাপসের শুভেচ্ছা বিনিময়

- ১-ফেব্রুয়ারী-২০২০ ০৬:০৩ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা দেখা করলেন আওয়ামী লীগ মনোনীত ঢাকার মেয়র প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।
শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ভোট গণনায় জয়ের পথে থাকা তাপস ও আতিক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা র্পযন্ত ভোট নেওয়া হয় দুই সিটিতে। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যেই জয়ের পথে রয়েছেন। দক্ষিণে ১১৫০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৩,৯৯৬৭৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক পেয়েছেন ২,১৯,০২৭ ভোট।
অন্যদিকে ঢাকা উত্তরের এখন পর্যন্ত ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৮১১ কেন্দ্রের ঘোষিত ফলে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৫৯,৯৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৫৯,৩৬১ ভোট।