খোলামেলা সেলফিতে নজর কাড়লেন নুসরাত!

- ২-ফেব্রুয়ারী-২০২০ ০৬:৩৯ পূর্বাহ্ণ
:: বিনোদন ডেস্ক ::
নুসরাত ফারিয়া মানেই আলোচনা। তা সে হোক সিনেমায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় পেলেই তিনি ভক্তদের জন্য নানা রকম ছবি ও ভিডিও প্রকাশ করেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে খোলামেলা একটি সেলফি পোস্ট করার পরপরই ছবিটিতে লাইক আর কমেন্টের ঝড় বয়ে যায়।
৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা নতুন সেলফিতে দেখা গেছে বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি একেবারে।
এদিকে অভিনেত্রীর ছবিটি দেখেই এতে হামলে পড়েন তার ফ্যান-ফলোয়ারেরা। অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকের। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য বকেও দিচ্ছেন। কেউ কেউ রসিকতা ছড়াচ্ছেন আজকের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে।