সাভারে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

- ২-ফেব্রুয়ারী-২০২০ ০৮:৪১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় রিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সকালে ফরিদপুরে যাওয়ার জন্য নবীনগরের বাস কাউন্টারের উদ্দেশে ব্যাটারিচালিত রিকশায় রওনা হন মা মালেকা ও মেয়ে ফাতেমা। এ সময় রিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী কাবা পরিবহনের বাসটি তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় রিকশার যাত্রী মা-মেয়ে ও রিকশাচালক সোহেল রানাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও এর চালক পালিয়ে যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক বাসটিও থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক বাসটির চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।