এদেশে যখন যার দরকার হয়েছে তখন তার জন্ম হয়েছে

- ৩-ফেব্রুয়ারী-২০২০ ০১:৪০ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
তোমরা ভালো একটি দেশে আছো। এমন দেশ সারা দুনিয়াতে নেই। বাংলাদেশটা যে কত লাকি দেশ তা তুমি চিন্তা করতে পারবে না। এই দেশে যখন যার দরকার হয়েছে তখন তার জন্ম হয়েছে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে এদেশ পেতে না তুমি। এ ধরনের সাহসী মানুষ ছিলেন বলেই ছয় দফা আন্দোলন করেছে।
আজ সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
এ সময় তিনি নবীণদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি জানো তোমাদের সবচেয়ে ভালো সময়টা আজ থেকে শুরু হলো? এর আগে তোমরা স্কুল-কলেজে পড়েছ, তোমার আব্বু-আম্মু অনেক আদর করত, সবসময় তাদের নজরে রাখত। এই প্রথম ইউনিভার্সিটিতে আসছ। এখন তোমার আব্বু-আম্মু নজর রাখবে না, তুমি স্বাধীন, তুমি নিজের মতো করে থাকতে পারবে, নিজের মতো করে চলতে পারবে, লেখাপড়া করতে পারবে, কবিতা আবৃত্তি করতে পারবে, গান গাইতে পারবে। এ সুন্দর ক্যাম্পাস ঘুরে বেড়াতে পারবে স্বাধীনভাবে। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। তোমাদের অভিনন্দন এতো সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য।
শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, খবরদার পাস করে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করবে না। চাকরি পাবে তারপরে বিয়ে করবে বাবা-মা যতই বলুক। বর্তমানে মেয়েরাও ভালো করছে। যে দেশে মেয়েরা ছেলেদের পাশাপাশি সমানভাবে লেখাপড়া করে সে দেশকে পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশাল ভর্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা এখানে ভর্তি হতে পেরেছেন। আপনারা মহান প্রতিষ্ঠান জাতীয় কবি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আপনাদের অভিনন্দন জানাই। আজ থেকে এই সুন্দর পৃথিবীর একজন ভিন্ন মানুষ আপনারা হয়ে গেলেন। যে মানুষটি এই পৃথিবীর অন্যান্য মানুষের থেকে পৃথক। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য সবার হয় না। যেমন সকল নদী সাগরে মিশতে পারে না। সাগরের সঙ্গম হয় না যে নদীর ভাগ্যে সে নদীর নদীজীবন ব্যর্থ। আমি মনে করি ছাত্রজীবনের পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তার অনেক কষ্ট। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে মহান ভাষা শহীদদের উদ্দেশে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান রনি। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী।
আলোচনা শেষে বিকেল থেকে গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ক্যাম্পাস মাতাতে রয়েছে তরুণদের প্রিয় ব্যান্ড দল অ্যাশেজসহ আরো অনেকেই।