টাঙ্গাইলে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

- ৪-ফেব্রুয়ারী-২০২০ ০৫:২৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো. সাইদুল ইসলাম।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাক সাইদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা না গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।