‘জোসেফিয়ান ডে-২০২০’ উদযাপনে খুলনার সেন্ট জোসেফস হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের মহাউৎসব

- ৭-ফেব্রুয়ারী-২০২০ ০৪:০১ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ‘জোসেফিয়ান ডে’ উপলক্ষ্যে, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনার প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হয়, যা ব্রিটিশ ভারতে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। স্বনামধন্য ঐতিহ্যবাহী এই স্কুলের প্রতিষ্ঠাদিবসকে স্মরন করে প্রতি বছর বিশ্বব্যাপী অদ্য স্কুলের প্রাক্তন ছাত্ররা বার্ষিক মিলনমেলা বা ‘জোসেফিয়ান ডে’ উদযাপন করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবছর, ৭ ফেব্রুয়ারী, ২০২০ তারিখে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনসহ খুলনার স্কুল প্রাঙ্গনে একযোগে ‘জোসেফিয়ান ডে’ পালিত হয়েছে। প্রতিবারের মত এবারও প্রায় ৩৫০ প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন ঢাকায় এবং সমগ্র বাংলাদেশে হাজারের উর্ধ্বে সাবেক ছাত্র একযুগে মহা উৎসব পালন করেন ও ঢাকায় এই মিলন মেলায় অংশগ্রহন করেছে।
উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন শহরে (যেমন- লন্ডন, টরেন্টো, নিউইয়র্ক) বসবাসরত জোসেফিয়ানরা তাহাদেরকে অনুসরন করে ‘জোসেফিয়ান ডে’ পালন করে আসছে। ৭ ফেব্রুয়ারী, ২০২০ তারিখে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনাতে সকাল সন্ধ্যা এই আড়ম্বরপূর্ন অনুষ্ঠান পালন করা হয়। সেন্ট জোসেফস্ স্কুলের প্রাক্তন ছাত্রদের উপস্থিত ঢাকাস্থ কর্মরত যারা ছিলেন বা আছেন বিভিন্ন সরকারী, বেসরকারী কর্মস্থলে।
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতিক ১৯৯৭ ব্যাচ, এস এম হারুন অর রশিদ প্রাক্তন যুগ্ম সচিব ও জেলা প্রশাসক নারায়ণগঞ্জ ১৯৬৬ ব্যাচ উপস্থিত বক্তব্যে তিনি খুলনার ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২০ সালে ৮০ বছরে পর্দাপন করে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় স্মৃতিচারন করে বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্কুলের সুনাম ও গৌরবময় ঐতিয্য ধরে রাখবে বলে আমার বিশ্বাস।
সভাপতির উপস্থিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি সুশিক্ষায় শিক্ষিত একটি জাতী হিসেবে বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াবে বাংলাদেশ, তার উচ্চাকাঙ্খায় সেন্ট জোসেফ স্কুলের সুশিক্ষার ধারাবাহিকতায় অঙ্গীকারবদ্ধ,
এসময় উপস্থিত ছিলেন, রেজানুল হোসেন সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯৭ ব্যাচ, নূরুল আক্তার পরিচালক এনার্জিপ্যাক ১৯৭৬ ব্যাচ, লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ মইনুল হোসেন ১৯৭০ ব্যাচ, এমডি মোস্তাফিজুর রহমান সচিব পিএসসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রফেসর মোঃ আজিজ হাসান ১৯৯৭ সালে ইডেন কলেজে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন ১৯৬৪ ব্যাচ, ড. ভাস্মর ব্যানার্জি জাতীয় আবৃত্তিকার ও বিশিষ্ট্য অভিনেতা।
আরো উপস্থিত ছিলেন জুনু সরকার বিশিষ্ট্য অভিনেতা, শিল্পী টিপু অবসকিউর ব্যান্ড, রিপন তরপদার সম্পাদক প্রকাশক ও ব্যবসায়ী এবং কমিটির অন্যতম প্রধান সদস্য ১৯৯১ ব্যাচ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাজির হোসেন ১৯৯৫ ব্যাচ। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।