শিরোপা জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে যুব টাইগাররা

- ৯-ফেব্রুয়ারী-২০২০ ০৭:৫৪ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা জয়ের মিশনে টস জিতেছে বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান আকবর আলী।
সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনাল খেলতে নামছে ভারত। পক্ষান্তরে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। হাসান মুরাদের পরিবর্তে অভিষেক দাসকে একাদশে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।
ভারত অনূর্ধ্ব একাদশ: যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।