সাউন্ডটেকের ‘ভ্যালেন্টাইন ডে’র আয়োজন

- ৯-ফেব্রুয়ারী-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন
:: বিনোদন রিপোর্ট ::
দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের বরাবরের মতো ‘ভ্যালেন্টাইন ডে’তে থাকছে বিশেষ আয়োজন নিয়ে। এবার ভালোবাসা দিবসে গান ও মিউজিক ভিডিওর পাশাপাশি দুটি নাটক প্রযোজনা করেছে এ প্রতিষ্ঠান।
নাটক দুটি হলো মেহেদি হাসান জনির ‘বউ তুমি এমন কেন’ এবং ‘প্রিয় ভুল’। দুটি নাটকে জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা ও মেহজাবিন চৌধুরী। এছাড়া ভালোবাসা দিবসে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী মিনারের ‘তোমার দখলে’ শিরোনামের একটি গান। গানটি ‘প্রিয় ভুল’ নাটকেও থাকছে।
এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও বৃষ্টির ‘বায়না’, কাজী শুভ ও পূজার ‘কত যে ভালোবাসি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবে সাউন্ডটেক। সাউন্ডটেকের কর্নাধার, সুলতান মাহমুদ বাবুল বলেন, আমারা প্রত্যেক উৎসবে বিশেষ আয়োজন করি। ক্যাসেট-সিডির যুগ থেকেই আমারা উৎসবগুলোকে বেশ প্রাধান্য দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় এবারো দর্শক-শ্রোতাদের জন্য আমাদের এই আয়োজন।