মন্ত্রিসভায় রদবদল, শ ম রেজাউল মৎস্য ও প্রাণিসম্পদে

- ১৩-ফেব্রুয়ারী-২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে।
আজ বৃহ্স্পতিবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মন্ত্রিসভায় সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে পাওয়া যাবে।
সবিচ জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।