নিখোঁজের পর হাসপাতালে মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ

  • ১৪-ফেব্রুয়ারী-২০২০ ০১:২৮ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর মাতুয়াইল ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোবারক করিম। তিনি বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ছিলেন। পাশাপাশি মাতুয়াইল ফ্রেন্ডশিপ হাসপাতালে রোগী দেখতেন।

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ মিটফোর্ড হাসপাতালে নিয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

তবে নিহতের স্বজনদের দাবি, মোবারক করিমকে হত্যা করে ওই রুমে ঝুলিয়ে রেখেছে। পুলিশ তাদের তেমন সহায়তা করছে না।

নিহতের স্বজন মঈনুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, মাতুয়াইল ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেন তার ভাইকে মোবাইলে বৃহস্পতিবার দুপুরে ডেকে নিয়ে যান। পরিবারের সদস্যরা সারাদিন ফোন করলেও তিনি ফোন ধরেননি। রাতে একবার ফোন ধরে বলেন ‘ঝামেলায় আছি’এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে পরিচালকের কক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মঈনুলের দাবি, ‘নিহত মোবারক করিম আত্মহত্যার করার মতো ব্যক্তি ছিলেন না। তাকে কোনো কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’

এ ঘটনার পর থেকে হাসপাতালটির পরিচালক জামাল হোসেন পলাতক রয়েছেন।

নিহত মোবারক সাত মাস আগে বিয়ে করেছিলেন। তিনি দক্ষিণ দনিয়ার একে উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। তার দেশের বাড়ি ভোলার লালমোহনে।

চিকিৎসকের মরদেহ এখন পরিবার থেকে কেউ অভিযোগ করেনি জানিয়ে ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেনি। তবে আমরা জানি না কীভাবে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এজন্য পোস্ট মর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।’

Ads
Ads