রাজধানীতে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

- ১৪-ফেব্রুয়ারী-২০২০ ০৩:১৪ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল গণমাধ্যমকে বলেন, প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মা ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ ঘটনা খতিয়ে দেখছে।