কিশোর রাব্বানীর মিয়া ভাই

- ১৬-ফেব্রুয়ারী-২০২০ ১০:১৬ পূর্বাহ্ণ
:: রাকিবুল হাসান ::
গেল সপ্তাহে হয়ে গেলো প্রথম লটের শুটিং, পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন কাঞ্চন ব্রিজের পাশে ওয়েব ফিল্মটির শেষ দৃশ্য ধারণের মাধ্যমে প্রথম লটের কাজ শেষ হয়।এই ওয়েবফিল্ম এর গল্প সাজানো হয়েছে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে।
মিয়াভাই ফিল্মের মূল ভূমিকায় অভিনয় করেছেন রাজু আহমেদ রাইপ,তার সাথে জুটি বেঁধে অভিনয় করছেন সময়ের আরেক দাপুটে মডেল তারকা আদ্রিয়া নীল।
মাদক চালান এর টপ লেভেলের একজন লিডার এর চরিত্রে অভিনয় করেছেন ডন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা কাজী উজ্জ্বল। সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই ফিল্মে দর্শকদের বাড়তি আনন্দ দিতে অভিনয় করছেন চলচ্চিত্র অভিনেতা সরল হাসমত। মিয়াভাই চলচ্চিত্রটি পরিচালনা করছেন চিত্রনাট্যকার কিশোর রাব্বানী নিজেই।
মিয়াভাই প্রসঙ্গে কিশোর রাব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনতো গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী অনেক চলচ্চিত্র নির্মাণ হচ্ছে দর্শকদের অনেক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
মিয়া ভাই ফিল্ম এর শেষ দৃশ্য ধারনের মাধ্যমে আমি শুটিং শুরু করেছি, চলতি মাসের শেষের দিকেই দ্বিতীয় লটের শুটিংয়ে যাব, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসেই দর্শক মিয়া ভাই কে দেখতে পাবেন, কতটা ভালো করতে পেরেছি বা কতটা ভালো করতে পারব সেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তবে সকলের উদ্দেশ্যে একটা কথা বলব অবশ্যই আমার কাজটি দেখবেন ভালো-মন্দ কমেন্টস করবেন, ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি দোয়া করবেন।
ওয়েব ফিল্ম নির্মাণ সম্পর্কে জানতে চাইলে পরিচালক কিশোর রাব্বানী আরও বলেন, আসলে সেই ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির সাথে বিভিন্নভাবে জড়িত, আছি ছিলাম, কাজ করে যাচ্ছি সামনে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই আমি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে যাব সেই চলচ্চিত্র প্রসঙ্গে আমি এখন কিছু বলবো না শুধু একটি কথাই বলবো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ট্রায়াল' হিসেবে আমাদের মিয়াভাই নির্মাণ করা। মিয়া ভাইয়ের সফলতার উপর নির্ভর করবে আমার পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, তাই বারবার একটি কথাই বলবো অবশ্যই আমার এই মিয়া ভাই ওয়েব ফিল্মটি আপনারা দেখবেন আর যারা আমাকে বিভিন্নভাবে এই মিয়াভাই নির্মাণে সহযোগিতা করছেন তাদের সবার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা সকলের সহযোগিতাতেই আসলে ভালো একটা প্রোডাকশন তৈরি করতে যাচ্ছি, বিশেষ করে রাইপ মাল্টিমিডিয়া থেকেই নির্মাণ হচ্ছে আমার এই ফিল্ম। স্পেশাল থ্যাংকস মিয়াভাই ফিল্মের কর্ণধর কোরবান খান ভাইকে, তাদের সহযোগিতা না থাকলে হয়তো এত ভালো একটা প্রোডাকশন তৈরি করা সম্ভব হতো না।
মিয়া ভাই ওই ফিল্মটি নির্মিত হচ্ছে রাইফ মাল্টিমিডিয়ার প্রযোজনা সংস্থার মাধ্যমে আর এটি প্রযোজনা করছেনকোরবান খান। চিত্রগ্রহণের কাজ করছেন রাকিবুল ইসলাম লিপসন লাইটিং ইন চার্জে আছেন সবুজ মাহমুদ বিশেষ সহযোগিতা রয়েছে চলচ্চিত্র পরিচালক রুবেল মাহমুদ।কারিগরি সহযোগিতায় রয়েছে কিশোর ফিল্মস, এবং এফ এইচ মাল্টিমিডিয়া, ইকরা মাল্টিমিডিয়া,এবং গ্রিনলুক এন্টারটেইনমেন্ট।