গাজীপুরে বাজার২৪ লিমিটেডের জেলা অফিস উদ্বোধন

- ১৬-ফেব্রুয়ারী-২০২০ ০১:৫২ অপরাহ্ন
:: গাজীপুর প্রতিনিধি ::
আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার ন্যায় গাজীপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাজার২৪ লিমিটেডের গাজীপুর জেলা অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করর্পোরশনের বঙ্গতাজ অডিটরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর বাজার২৪ লিমিটেডের যাত্রা শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার২৪ লিমিটেডের চেয়ারপারসন, এফবিসিসিআই পরিচালক, ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং সিলেট থান্ডারের প্রধান পৃষ্টপোষক ও ভাইস চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।
এসময় বাজার২৪ লিমিটেডের চেয়ারপারসন ড. কাজী এরতেজা হাসান বলেন, বর্তমান ই-কমার্স যুগে বাজার ২৪ লিমিটেড নিজস্ব কারখানায় উৎপাদিত পন্য নিয়ে ব্যবসা করে ইতোমধ্যে বাংলাদেশে ব্যপক সাড়া ফেলেছে এবং গ্রাহকদের কাছে বিশ্বাস অর্জন করেছে। অতি অল্প সময়ের মধ্যে দেশের অধিকাংশ জেলায় এর কার্যক্রম চলছে।
তিনি আরো বলেন, বেকার যুবক যুবতীদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার। বাজার ২৪ লিমিটেড সেই লক্ষ্যে সারা দেশব্যাপি প্রশিক্ষণের মাধ্যমে ব্যপক কর্মসংস্থানের সৃষ্টি করছে। সকলের সততা, নিষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে সারা দেশে বাজার২৪ লিমিটেড একটি ই- কমার্সের মডেল হিসেবে কাজ করছে।
সিআইপি ড. এরতেজা হাসান আরো বলেন, বাজার২৪ লিমিটেডের আল্লাহ ছাড়া আর কোন পার্টনার নাই। সততার সাথে কাজ করার জন্য তিনি সকলকে আহবান জানান।
উদ্বোধনি অনুষ্ঠানে বাজার২৪ লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মহসিন খান শিপলুর সঞ্চালনায় এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার ২৪ লিমিটেডের সিইও ডা. শফিকুর রহমান, গাজীপুর অফিসের মো. রিফাত, ভোরের পাতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ সাদেক আলী প্রমুখ।