মাল্টি ফাংশন প্রিন্টারের বিকল্প

- ২০-ফেব্রুয়ারী-২০২০ ১০:১১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ডিজিটাল যুগে মাল্টি ফাংশন প্রিন্টার অনেক ক্ষেত্রেই কপিয়ারের কাজ করছে। কিন্তু বর্তমানে এমন কিছু ফটোকপি মেশিন চলে এসেছে যেগুলোর মাধ্যমে শুধু ফটোকপি নয়, প্রিন্টিং, স্কেনিংসহ অনেক কাজ করা যায়। তেমনই একটি ফটোকপিয়ার ই-স্টডিও ২৩০৯এ (Toshiba 2309a)। চলুন দেখে আসি একনজর কি কি আছে এই ফটোকপিয়ারটিতে।
কপিয়ার টাইপঃ মনোক্রোম কপিয়ার
ব্ল্যাক কপিয়ার স্পীড: ২৩ পিপিএম
ওয়ার্ম আপ টাইমঃ ১৮ সেকেন্ড
প্রথম কপি-আউট টাইমঃ ৭ সেকেন্ড
কার্টিজ ধারণক্ষমতা: ১৬,৬০০ পেজ
পেপার ফিডার: ২৫০ শীট
কাগজের আকার : এ৫-আর থেকে এ৩
কানেক্টিভিটি : ওয়ারলেস লেন, ইথারনেট ও ইউএসবি
মোট ওজন : ২৭ কেজি
ডাইমেনশন (ডাব্লু × ডি × এইচ) : ২২.৬" × ২১.২" × ১৬"
জুমঃ ২৫% থেকে ৪০০%
অফিস ও ছোট ব্যাবসায়িদের জন্য এই কপিয়ারটি উপযুক্ত। আপনি যদি মাল্টি ফাংশন প্রিন্টার কেনার কথা ভাবেন তবে আপনি এই ফটোকপিয়ারটিও দেখতে পারেন। এই ফটোকপি মেশিনটির দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। তবে তোশিবার সকল ফটোকপিয়ারের বর্তমান দাম জেনে নিতে পারবেন এখান থেকে।