স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

- ২২-ফেব্রুয়ারী-২০২০ ০৩:৪২ অপরাহ্ন
:: সিনিয়র প্রতিবেদক ::
ইউরোপের অন্যতম দেশ স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে নেতা বানানোর কথা বলে আর্থিক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ইসমাইল হোসেন রায়হান আগে ঢাকা মহনাগর দক্ষিণ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপর তিনি স্পেনে চলে যান। সেখানে ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হয়েছিলেন সাইফুর রহমান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম কমিটিতে। কিন্তু এরপরও তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে চলেছেন।
মেহেদী হাসান ও জুবায়ের আহমেদের নেতৃত্বাধীন কমিটিতে নিজের পছন্দের কাউকে নেতা না বানালেই তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে বিন্দু পরিমাণ কুণ্ঠিত হননি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অধীনে বিভিন্ন থানা কমিটিতে নিজের পছন্দের কাউকে নেতা বানাতে না পারলেই মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাতেন।
এদিকে, বেগম বদরুন্নেসা সরকারি কলেজে রাজনীতি করা ছাত্রলীগের এক নেত্রীকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে সহ সভাপতি করা হলে অত্যন্ত নোংরাভাবে শেখ হাসিনার মনোনীত ছাত্রলীগের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।
এরই পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অনেক নেতাকর্মী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করলে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠন নিয়ে নেতিবাচক প্রচার প্রচারণার জন্য সাবেক একজন দায়িত্বশীল নেতা রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জয় লেখক।
এমনকি নেতা বানানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠছে রায়হানের বিরুদ্ধে। এ অবস্থায় তার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।
এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ইসমাইল হোসেন রায়হানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।