ভোরের পাতা সম্পাদকের ছেলে জারজিসের জন্মদিন আজ

- ২৪-ফেব্রুয়ারী-২০২০ ০৯:৫২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বাজার২৪ লিমিটেডের চেয়ারপারসন, এফবিসিসিআই পরিচালক, ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং সিলেট থান্ডারের প্রধান পৃষ্টপোষক ও ভাইস চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান সিআইপি এর একমাত্র সন্তান কাজী জারজিস বিন এরতেজার ১৭তম জন্মদিন আজ সোমবার।
২০০৪ সালের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন। কাজী জারজিস বিন এরতেজা পবিত্র কোরআন হেফ্জ করছেন। একই সঙ্গে ঢাকার ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে স্ট্যান্ডার্ড ও-লেভেলে পড়াশোনা করছেন। অত্যন্ত মেধাসম্পন্ন জারজিস লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী।তার মা মিসেস সায়মা হাসান গৃহিণী। নানা প্রয়াত বিচারক এমএ শহিদুর রহমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দাদা কাজী আবদুল মান্নান উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন।
কাজী জারজিস বিন এরতেজার বাবা ড. কাজী এরতেজা হাসান দেশ ও মানুষের কল্যাণসাধনে তরুণ বয়সেই দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, পাক্ষিক অর্থপাতা ও ট্রাভেলস অটোমোবাইলস অ্যান্ড হাউজিং, দৈনিক বণিক বাংলাদেশ, ডেইলি মরনিং মিরর পত্রিকাগুলো নিয়ে গড়ে তোলেন ভোরের পাতা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। এছাড়া তিনি একাধারে বাজার২৪ লিমিটেড, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারপারসন, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি, ২০১৯ সালে বঙ্গবন্ধু বিপিএল সিলেট থান্ডার টিমের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চেয়ারম্যান এবং ২০১৬-তে বিপিএলে রংপুর রাইডার্সের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন গঠনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার রক্ষায় অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছেন। এজন্য গণমানুষের পক্ষ থেকে তাকে ‘সাহসী কলমসেনা’ উপাধিতে ভূষিত করা হয়েছে। নির্ভীক মানবাধিকার কর্মী ড. কাজী এরতেজা হাসান বাংলাদেশে সংবাদপত্র শিল্প, মুক্ত সাংবাদিকতা এবং মানবাধিকার উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়ায় ডক্টর অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০১৯, দিল্লি থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০১৯, গ্লোবাল পিস এম্বাসেডর-২০১৮ (বারবেরি হিলস্-ইউএসএ), মওলানা ভাসানী স্মৃতিপদক-২০০৫, মাদার তেরেসা গোল্ড মেডেল-২০০৭, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০০৮, বঙ্গবন্ধু স্মৃতি পদক-২০১০, শেখ রাসেল সম্মাননা-২০১০, নেলসন ম্যান্ডেলা পদক-২০১৪, মানবাধিকার শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০১৪ সহ অসংখ্য পুরস্কারের ভূষিত হয়েছেন। জারজিসের জন্মদিন উপলক্ষে ভোরের পাতা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন