পাপিয়াকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • ২৪-ফেব্রুয়ারী-২০২০ ১১:৫৭ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সব অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়া তার অপরাধ অনুযায়ী বিচার হবে। পাপিয়ার অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে তদন্তে তাদের নাম বেরিয়ে আসবে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে পাপিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব অপরাধীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

শুদ্ধি অভিযানের সময় পাপিয়া কেন ধরা পড়েনি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ না করলে পাপিয়া ধরা পড়তো না। ২০ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। তখনকার সরকারের সময় কোনও অপরাধের দায় দলের এমন পর্যায়ের কেউ আটক হয়েছে এমন নজির দেখাতে পারবেন না। অপরাধীদের ধরার ক্ষেত্রে তাদের দুর্বলতা এবং অবহেলা ছিল। যে কারণে অপরাধীরা পার পেয়ে গেছে। কিন্তু এ সরকার ব্যতিক্রম। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, দলের ঊর্ধ্বে উঠে অপরাধীকে ধরতে হবে। আর এ করণেই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, এ বছরের জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এ প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়ন করবে। এতে দুই বিলিয়ন ডলার খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার কোটি টাকা। কবে নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

ওবায়দুল কাদের বলেন, আজ এডিবির কান্ট্রিডিরেকটরের সঙ্গে আমার বৈঠক হয়েছে এবং সেখানে এ বিষয় নিয়ে কথা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হয়েছে।

Ads
Ads