মাদক ব্যবসায়ের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হচ্ছে

- ২৬-ফেব্রুয়ারী-২০২০ ১২:৫৩ অপরাহ্ন
সিনিয়র প্রতিবেদক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত করার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। স্থানীয় এমপি পুত্র ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের বিরুদ্ধে আগেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে এবার তিনি পুলিশের হাতে ইয়াবার একটি বড় চালানসহ নিজ অনুসারীসহ আটক হওয়ার পর ময়মনসিংহ জেলা কমিটিকে উপজেলা কমিটি বিলুপ্ত করার নির্দেশ জারি করেছেন জয়-লেখক।
ভোরের পাতার সঙ্গে আলাপকালে আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের কোনো মাদকাসক্তরই ঠাঁই নেই। সেখানে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বিবাহিত এবং এক সন্তানের জনক কিভাবে কমিটি পরিচালনা করেন তা নিয়েও প্রশ্ন উঠায় ত্রিশাল উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। তারা এই নির্দেশ পালন না করলে আগামী দুই দিনের মধ্যে কেন্দ্র থেকে জেলা কমিটির বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিপুল পরিমাণ ইয়াবাসহ ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম রুবেল গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন।
রাজধানী ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলামকে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।
রাজধানীর হাতিরঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন আটক করার বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে যায় ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ এর নেতৃত্বে উপজেলার সকল পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই ভ্রমণে মনিরুল ইসলাম রবেলও অংশ নেয়। ২০ ফেব্রুয়ারি সেখান থেকে পাচারের উদ্দেশ্যে ৬ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবার চালান নিয়ে ঢাকা হয়ে ত্রিশালের উদ্দেশ্যে আসছিল সে। ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সূত্রের ভিত্তিতে রাজধানী ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মনিরুল ইসলাম রুবেলের গাড়িতে (বাসে) তল্লাশি এবং অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ত্রিশালের ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম রুবেলকে ৬ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মনিরুল ইসলাম রুবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৭ তাং- ২১ ফেব্রুয়ারি ২০২০। ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১-১০(গ)। মনিরুল ইসলাম রুবেল ত্রিশালের মঠবাড়িয়ার বাসিন্দা তোফাজ্জল হোসেনের পুত্র বলে জানা গেছে ।
উল্লেখ্য, মনিরুল ইসলাম রুবেলকে ফাঁসিয়ে দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীর পুত্র ও ত্রিশাল ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ। নিজেই এই ইয়াবার চালানটি নিয়ে আসার জন্য কক্সবাজারে গিয়েছিলেন দলবল নিয়ে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে এবার শেষ রক্ষা হয়নি। উল্লেখ্য, পুরো ত্রিশাল জুড়েই মাদক ব্যবসায়ী হিসাবে এমপি পুত্র হাসান মাহমুদ পরিচিত নাম বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এলাকাবাসীও জানেন। শুধু এমপির ছেলে বলে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন।