নাজমা-অপুর হাতেই থাকছে যুব মহিলা লীগের নেতৃত্ব!

  • ২৬-ফেব্রুয়ারী-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন
Ads

:: উৎপল দাস ::

যুব মহিলা লীগের নরসিংদী জেলার সদ্য বহিষ্কৃত হওয়া সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউর কেলংকারির পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কয়েকটি গণমাধ্যমেও যুব মহিলা লীগের নেতৃত্ব থেকে নাজমা আক্তার এবং অধ্যাপিকা অপু উকিলকে সরিয়ে দেয়া হচ্ছে বলে খবর প্রকাশ করা হচ্ছে। কিন্তু খবরটির আদতে কোনো সত্যতা নেই।

এমনকি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সভাপতি হিসাবে নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক হিসাবে অধ্যাপিকা অপু উকিলকে সাংগঠনিক কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের মধ্যে যারাই বিতর্কিত কর্মকান্ডে জড়িত তাদের তালিকা করে বাদ দিতে নির্দেশ দেন। বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে নাজমা আকতার ও অপু উকিলকে এ নির্দেশনা দেন। গণভবনের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছেন।

সূত্র আরো জানিয়েছে, পাপিয়া পিউ কেলেংকারি ফাঁসের পর আওয়ামী লীগের একাধিক নেতার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে নাজমা আকতার ও অপু উকিলকে যুব মহিলা লীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে এমন খবর প্রচার করছিল। কিন্তু প্রধানমন্ত্রী নাজমা ও অপু উকিলকে তাদের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বলেছেন। দুজনেরই মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তোমরা এত কিছু কিভাবে জানবে, আমিই তো জেনেছি মাত্র দুইমাস হলো। বাকি সবারই আমলনামা আমার হাতে এসেছে। সময় মতো তোমরা ব্যবস্থা না নিলে আমিই ব্যবস্থা নিবো।’

উল্লেখ্য, নাজমা আকতার ও অধ্যাপিকা অপু উকিলের নেতৃত্বাধীন যুব মহিলা লীগের মেয়াদ আগামী মাসেই শেষ হবে। তবে মুজিববর্ষে এ সহযোগী সংগঠনটির সম্মেলন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই আরো প্রায় ১ বছরের মতো তাদের হাতেই নেতৃত্ব থাকছে ‍যুব মহিলা লীগের। এমনটাই আভাস দিয়েছেন আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের একাধিক নেতা।

Ads
Ads