আওয়ামী লীগের সাবেক এমপি অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না

- ২৭-ফেব্রুয়ারী-২০২০ ০৬:১০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ও আওয়ামী লীগের সাবেক এমপি খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। অন্যদিকে পাপিয়া আর পাপুলরা সম্পদের পাহাড় গড়ে বিলাসী জীবনযাপন করছেন।
সত্তরের নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়া ময়মনসিংহের মুক্তাগাছার সেই ত্যাগী আওয়ামী লীগের নেতা এখন চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
জানা গেছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় পরিষদ সদস্য, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি।
সারা জীবন আদর্শ ধরে রেখে মানুষের জন্য রাজনীতি করলেও এখন তাঁর জীবন কাটছে একাকিত্বের মাঝে। গত ১৩ই ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ডান হাত ও পা অবশ হয়ে গেছে তাঁর।
শেষ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরুর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।