বিতর্কিত মিন্টুকেই কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তদন্ত শেষে ব্যবস্থা নেবে কেন্দ্র

  • ২৭-ফেব্রুয়ারী-২০২০ ০৩:২৭ অপরাহ্ন
Ads

সিনিয়র প্রতিবেদক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের। গতকাল বুধবার মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সই করা এক চিঠিতে এক বছরের জন্য পারভেজ হোসেন বিল্পবকে সভাপতি ও এম এইচ মাসুদ মিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা দেওয়া হয়। 

কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়া এম এইচ মাসুদ মিন্টুর বিরুদ্ধেও দখলবাজির অভিযোগের পাশাপাশি রয়েছে বিয়ে করার অভিযোগ। তার বিয়ের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভোরের পাতাকে বলেন, ছবিটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন, ছবিটি ফটোশপের মাধ্যমে এডিট করা হয়েছে। যারা কমিটিতে পদ পায়নি তারাই এসব ছবি এডিট করে কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। 


ওই কমিটি ঘোষণার পর পরই কামরাঙ্গীরচর নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোটা অংকের টাকা খেয়ে একজন বিবাহিত অছাত্র ও দখলবাজকে থানা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। সংগঠনের আইন ভঙ্গ করে ত্যাগী ছাত্রলীগের নেতাকর্মীদের পদবঞ্চিত করে শুধু  অর্থের লোভে এই পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে পদবঞ্ছিতরা এম এইচ মাসুদ মিন্টুর বিরুদ্ধে তদন্ত করে সংগঠন থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছন। 

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভোরের পাতাকে বলেন, বিষয়টি শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিও আমাদের কাছে এসেছে। কেউ লিখিত অভিযোগ করলেই আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো। 

Ads
Ads