দক্ষিণ এশিয়ায় বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

  • ২৯-ফেব্রুয়ারী-২০২০ ০৫:৩৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বসবাসের খরচ সবচেয়ে বেশি বাংলাদেশে। সম্প্রতি মার্কিন বাণিজ্য বিষয়ক সাময়িকী সিইও-ওয়ার্ল্ডের জরিপে উঠে এসেছে এ তথ্য।

বলা হচ্ছে, জীবনযাপনের খরচ, ভাড়া, নিত্যপণ্য, খাদ্য সবকিছুই ব্যয়বহুল এ দেশে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে চাপ পড়ছে স্থির আয়ের মানুষের ওপর। কমছে প্রতিযোগিতা সক্ষমতা। ন্যূনতম মজুরি নির্ধারণেও বাড়ছে জটিলতা। আয়-ব্যয়ের অসামঞ্জস্যতার কারণে অনেক ক্ষেত্রেই পূরণ হচ্ছে না মৌলিক চাহিদা।

স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকলেও বাংলাদেশে জীবনযাপনের খরচ মোটেও কম নয়। বরং বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে তালিকায় শীর্ষে বাংলাদেশ।

সম্প্রতি বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী সিইওওয়ার্ল্ডের জরিপে উঠে আসে এই তথ্য। মূলত পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়েছে। বিষয়গুলো হল-জীবন যাপনের খরচ, ভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবারের মূল্য এবং মানুষের ক্রয়ক্ষমতা।

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে কিভাবে আমরা জীবন যাত্রার মান বাড়াতে পারবো সেটা নির্ভর করবে জীবন যাত্রার ব্যয়ভারটা কেমন হবে তার উপর।

ঢাকা বিশ্বদ্যিালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ শোভন কাজ করতে পারছে না। সাধারণ মানুষের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা অনেক ক্ষেত্রে দুষ্কর হয়ে পড়ে।

ব্যয়ের এই তালিকায় বাংলাদেশের পয়েন্ট ১১০। এর চেয়ে বেশি পয়েন্ট পেয়ে পরের অবস্থানগুলোতে রয়েছে  শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আফগানিস্তান ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ও ব্যয় কমাতে না পারলে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ডের নাম। যুক্তরাজ্য ২০ ও যুক্তরাজ্য রয়েছে ৫৭ নম্বরে।

Ads
Ads