ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণে পদ পেতে টাকা দাবি, থানায় ৫ জিডি!

- ২৯-ফেব্রুয়ারী-২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখায় পদ দেওয়ার কথা বলে একাধিকজনের কাছে টাকা দাবি করেছেন কমিটির সাবেক সহসম্পাদক ও স্পেন শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন রায়হান। এ বিষয়ে ছাত্রলীগের পাঁচজন বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চকবাজার থানায় মো. শাহীন নামের একজন জিডি করেন। জিডিতে তিনি লিখেন, ইসমাইল হোসেন রায়হান তাকে সহসভাপতি বানাবেন বলে তিন লাখ টাকা দাবি করেন। তিনি টাকার বিনিময়ে কোনো পদ নিবেন না জানালে রায়হান তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া পল্টন, বংশাল ও সবুজবাগ থানায় আরো চারটি জিডি করা হয়।
অভিযোগের বিষয়ে ইসমাইল হোসেন রায়হানের বক্তব্য জানতে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি বার্তাটি দেখলেও কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ বলেন, ‘রায়হানের সাথে দক্ষিণ ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি বলব কেউ যেন তাঁকে টাকাপয়সা দিয়ে প্রতারিত না হন।’
রায়হানের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে জোবায়ের বলেন, এটা কেন্দ্রীয় ছাত্রলীগের বিষয়। তারা ব্যবস্থা নেবে।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘রায়হান ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগ থেকে অনেক আগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে স্পেনে অবস্থান করে ছাত্রলীগের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছেন। আমরা বলব কেউ যেন তাঁর সাথে পদের জন্য টাকা লেনদেন না করেন। ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। যারা সংগঠনকে ভালোবেসে সংগঠন করে তাদেরই পদ দেওয়া হবে।’