বিএনপিকে গণতান্ত্রিক সুযোগ দেওয়া হচ্ছে না : মির্জা ফখরুল

- ২৯-ফেব্রুয়ারী-২০২০ ০১:৪৮ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না, মানববন্ধন করার স্পেস দেয় না। জনগণের আকাঙ্ক্ষা দমিয়ে রেখে এ সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ। এরপরেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে খালেদা জিয়াকে মুক্ত করবার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা চেষ্টা করছি যে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব করা, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।
বিএনপিকে গণতান্ত্রিক সুযোগ দেওয়া হচ্ছে না বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।