ডিইউজে নির্বাচনে ভোরের পাতা'র মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল দপ্তর সম্পাদক নির্বাচিত

  • ২৯-ফেব্রুয়ারী-২০২০ ০৫:৪১ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

শনিবার (২৯ ফেব্রুয়ারী) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২০২০ইং নির্বাচনে দপ্তর সম্পাদক পদে জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এ ফলাফল ঘোষণা করেন। তার বিজয়ের উপলক্ষে ভোরের পাতা পরিবারে পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার) এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি)। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Ads
Ads