টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

  • ১-মার্চ-২০২০ ০৬:৩৬ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে সবশেষ তিন সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। এই সিরিজেও ফেবারিট হিসেবেই নামবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফী।

ওয়ানডে ফরম্যাটে সবশেষ ১৩ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বর্তমান দলের খেলোয়াড়দের ভেতর তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাই শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ জানেন। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা শেষবারের মতো হারের স্বাদ পেয়েছিলো ২০১৩ সালে বুলাওয়েতে। 

এদিকে এই সিরিজই হতে পারে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ সিরিজ। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়েই আছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই দুর্বল নয়। তারা আমাদের হারাতে পারে এবং সম্প্রতি তারা অন্য দুই ফরম্যাটে আমাদের হারিয়েছে। তাই আপনি কোন কিছুই নিয়েই নিশ্চিত হতে পারেন না।’

Ads
Ads