সোনারগাঁয়ে নদী দখল অব্যাহত রেখেছে মর্ডান গ্রুপ

  • ১-মার্চ-২০২০ ০২:৫৩ অপরাহ্ন
Ads

:: সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ::

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার পার্শ্ববর্তী চর হাজী মৌজায় মেঘনা নদী দখল করে জেটি নির্মানের কাজ অব্যহত রেখেছে মর্ডান গ্রুপ। 
কয়েকদিন বন্ধ থাকার পর আবারো পুরো দমে তারা এ দখল কাজ শুরু করেছে। চরহাজী মৌজার প্রায় কয়েকশত বিঘা জমিতে বাঁধ নির্মানের পর  নদীর তীর দখল করে জেটি নিমার্নের কাজ করছে তারা। 

স্থানীয়রা জানান, এ চরাঞ্চলের সকল জমিই ফসলী জমি। এখানে মর্ডান গ্রুপ ডকইয়ার্ড নির্মানের জন্য ফসলী জমিতে বাঁধ নির্মান করেছে। তাঁরা অল্প কয়েকজন কৃষকের জমি কিনে ঢালাওভাবে পুরো এলাকায় বাঁধ নির্মান করে ফেলেছে। এখানকার বেশীরভাগ জমিই তাদের ক্রয়কৃত নয়। এছাড়া মেঘনা নদী দখল করে গাছের গুড়ি, বাঁশ ও টিনের বেড়া দিয়ে নদীর উপর জেটি নির্মান করছেন। কয়েকদিন যাবত রেল লাইনের পরিত্যক্ত স্লিপার এনে জেটি তৈরিতে ব্যবহার করছেন। কারো কথায় তারা কর্ণপাত করছেন না। কয়েক দিন কাজ বন্ধ থাকার পর আবারো তারা নদী দখল করে জেটি নির্মান অব্যাহত রেখেছে। 

এ ব্যাপারে বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক জানান, মেঘনা নদীর তীর অবৈধভাবে দখলের ব্যাপারে আমি উপজেলা ভূমি অফিসকে লিখিতভাবে অবহিত করিছি। কিন্তু কাজ বন্ধ হয়নি। আজ কালের মধ্যে আবারো বিষয়টি তাদেরকে অবহিত করবো। 

মডার্ন গ্রুপের চেয়ারম্যান মুসতাক আহমেদ বলেন, মেঘনা নদীর তীরে জেটি নির্মানের জন্য বিআইডব্লিউটি এর কাছে লিখেত আবেদন করেছি। বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

বিআইডবিউটিএ এর সমন্বয় কর্মকর্তা মোঃ সেলিম শেখ বলেন, নদীর তীর দখল করে জেটি নির্মান করা আইন বর্হিভূত। তীরবর্তী নিজস্ব জমিতে জেটি নির্মানের অনুমতি দেয়া হয়। যদি মর্ডান গ্রুপ আইন ভঙ্গ করে জেটি নির্মান করে থাকে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Ads
Ads