টেকনাফে বন্দুকযুদ্ধে জকি গ্রুপের ৭ ডাকাত নিহত

- ২-মার্চ-২০২০ ০৪:৫৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে র্যাবের বন্দুকযুদ্ধে কুখ্যাত জকি গ্রুপের সাত ডাকাত নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে আরো একজন নিহত হয়েছে বলে জানা গেছে।