ভোট দিতে না পারার ব্যর্থতা ভোটারদের: ইসি কবিতা

  • ২-মার্চ-২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ
Ads

ফাইল ছবি

:: ভোরের পাতা ডেস্ক ::

জাতীয় সংসদ, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে যারা ভোট দিতে গিয়ে দিতে পারেননি, এটা তাদের ব্যর্থতা বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার (২ মার্চ) সকালে ভোটার দিবসের র‌্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় এ দাবি করেন তিনি।

কবিতা খানম বলেন, ‘এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’। এই প্রতিপাদ্যের মধ্যে একটা স্পিরিট আছে, ফোর্স আছে। নিজের অধিকারকে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করে দেবে না। শুধু এটুকু বললেই হবে না যে, আমি ভোট দিতে গিয়েছি ভোট দিতে পারিনি- এটা আপনার (ভোটার) ব্যর্থতা। ভোটার হবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের অধিকার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা নেবেন।’

কবিতা খানম বলেন, ‘র‌্যালিতে সবাই যেমন অংশগ্রহণ করেছেন, উদ্বুদ্ধ হয়ে যেভাবে নিজেকে সম্পৃক্ত করেছেন, স্লোগানের সঙ্গে একাকার হয়ে গেছেন, সেভাবেই স্লোগানকে বাস্তবায়ন করার ক্ষেত্রেও একাকার হয়ে যান।’

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ভোটার হওয়াটাই সবচেয়ে বড় কথা নয়। আর ভোটাররা তো সব দেশ গড়ায় অংশ নেন না। যারা দেশ গড়ায় অংশ নিতে পারেন, এরকম যোগ্য লোককে ভোটাররা ভোট দেবেন–এটাই আশা করা যায়।’ আজকের এই দিনে আমাদের শপথ হবে আমরা ভোটের প্রতি শ্রদ্ধা রক্ষা করবো। যারা ভোটার তাদের সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করবো।

ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভোটার হয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন। দেশটা গড়ে তোলার জন্য অংশগ্রহণ করুন। দেশেটা আপনাদের’

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী যারা এখনও ভোটার হয় নাই ভবিষ্যতে ভোটার হবে, যারা এ বছর নতুন ভোটার হয়েছেন এবং যারা ইতোমধ্যে ভোটার আছেন- সকলের প্রতি আমাদের আবেদন রইল ভোটার হয়ে ভোট দেবেন, দেশ গড়ায় অংশ নেবেন।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটার দিবসের র‌্যালির সমাপনী বক্তব্যে বলেন, আপনারা সবাই স্বতঃস্ফুর্তভাবে র‌্যালিতে অংশ নিয়েছেন। আমাদের আরও কাজ করতে হবে। আজ বিকালেও আমাদের অনুষ্ঠান আছে। আমাদের সমালোচনা হবে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।’

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া র‌্যালিটি শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল তিনটায় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Ads
Ads