গণফোরামের কেন্দ্রীয় চার নেতাকে বহিষ্কার

  • ২-মার্চ-২০২০ ১১:০৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশতাক আহমেদের পাঠানো এক বার্তায় এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

এতে বলা হয়, ক্রমাগত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হলেও সেটার জবাব না দিয়ে একই ধরনের কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারসহ সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংগঠনের বৃহত্তর স্বার্থে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Ads
Ads