পাপিয়ার দেয়া প্রভাবশালীদের কোনো তালিকা গণমাধ্যমকে দেয়া হয়নি

  • ২-মার্চ-২০২০ ০৪:৫৩ অপরাহ্ন
Ads

উৎপল দাস
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া রংমহলে নিয়মিত ৩০ প্রভাবশালী যাতায়াত করতেন বলে বিএনপিন্থী একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এমনকি তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরছে। তবে গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা পাপিয়ার দেয়া প্রভাবশালী কারো নামের তালিকা গণমাধ্যমকে দেয়া হয়নি বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ডিবি পুলিশের উপ সহকারী কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা ভোরের পাতাকে বলেন, জিজ্ঞাসাবাদে প্রভাবশালী কয়েকজনের নাম ঠিকই বলেছে পাপিয়া। তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। কিন্তু ৩০ জনের কোনো তালিকা গণমাধ্যমকে দেয়া হয়নি। যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি মনগড়া ও ভিত্তিহীন। 

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আর্শিবাদপুষ্ট একটি জাতীয় দৈনিকে নাম ছাড়া যে ৩০ জনের তালিকার কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ১০ জন সংসদ সদস্যের নামও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, তালিকায় যেসব নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই পাপিয়া নামের কোনো যুব মহিলা লীগ নেত্রীর নামই শুনেননি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত। এমনকি তার সাথে জীবনে কোনোদিন কোনো কথাও হয়নি। 

ভুয়া তালিকায় নাম এসেছে এমন দুজন সংসদ সদস্য বলেছেন, যে পত্রিকাটি সংবাদ প্রকাশ করেছে সেটি জামায়াত বিএনপির মদদপুষ্ট। সরকারের এমপিদের সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। মানুষকে এ ধরণের বিভ্রান্তিকর তালিকা বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছেন তারা। 

একই সঙ্গে যারা এ ভুয়া তালিকা প্রচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে যারা দোষী তাদের মুখোশ উন্মোচন হোক এটাও সংসদ সদস্যদ্বয় বলেছেন। 
 

Ads
Ads