দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৫

- ৩-মার্চ-২০২০ ০৪:৫৬ পূর্বাহ্ণ
:: আন্তর্জাতিক ডেস্ক ::
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং আহত হয়েছে আরও ৬২ জন। সোমবার (২ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। খবর: আল জাজিরার।
দেশটির পরিবহনমন্ত্রী ফিকিলে বালুলা এক বিবৃতিতে বলেন, ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। একটি মাত্র দুর্ঘটনায় এতজন মানুষের প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক ও দুঃখজনক। দুর্ঘটনার সময় বাসটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে অধিকাংশই বয়স্ক ব্যক্তি।
বাসটি বাটারওর্থ শহর থেকে চেবে এলাকার দিকে যাচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কম বয়সী শিক্ষার্থী।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এই দুর্ঘটনা আমাদের দেশকে গভীরভাবে শোকাহত করেছে। এই দুর্ঘটনা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে, আমাদের বয়স্ক ব্যক্তি ও শিশুদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। কারণ তারা অন্যদের ওপর নির্ভরশীল।