ফেসবুকে সুন্দরী তরুণীর সাথে বিবাহিত যুবকের অশ্লীল ছবিতে তোলপাড়

  • ৩-মার্চ-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন
Ads

শওকত আলী সৈকত

নারায়ণগঞ্জ শহরে রাতুল হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে এক তরুণীর সাথে তার বেশ কিছু আপত্তিকর অশ্লীল ছবি প্রকাশ করা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) দিনভর এই আইডি থেকে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি খোলামেলা ছবি প্রকাশ নিয়ে শহরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ ওই বিবাহিত যুবক নারায়ণগঞ্জের বিশিষ্ট এক পরিবারের সন্তান। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল হাসান শহরের বাবুরাইল এলাকার মুজাফ্ফর আলী কন্ট্রাক্টারের নাতি। শুক্কুর আহম্মেদের ছোট ছেলে রাতুল। রাতুলের বড় ভাই রিয়াদ শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য। রাতুলের বড় ভাই রিয়াদ হাসান সিটি করপোরেশনের বিগত নির্বাচনে ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনও করেন। এতে তিনি নাজমুল আলম সজলের কাছে পরাজিত হন। রাতুলের চাচা ওবায়েদ উল্লাহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছিলেন।

রাতুল হাসান তার স্ত্রী ও দুই সন্তানকে ফেলে রেখে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ক্যাডার হাসান আহম্মেদের সহযোগি মুক্তার মিয়ার সুন্দরি অবিবাহিতা মেয়েকে নিয়ে পালিয়ে যান। এখন পর্যন্ত তারা আত্মগোপনে রয়েছেন। 

তবে পালিয়ে যাওয়া ওই তরুণীর সাথে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি রাতুল হাসান তার ফেসবুক আইডি থেকে মংগলবার পোস্ট করতে শুরু করেন। ছবিগুলো তাদের খুবই অন্তরঙ্গ মুহূর্তের এবং পোশাকবিহীন খোলামেলা অবস্থায় তোলা। এসব ছবি ছাড়াও আরও কয়েকটি ছবি একই আইডি থেকে পোস্ট করা হয়। সেসব ছবিগুলো পুরোটাই নগ্ন। সবগুলো ছবিই ওই তরুণীকে ট্যাগ করা হয়। তবে নগ্ন ছবিগুলো পোস্ট করার কিছু সময়ের মধ্যেই তা আবার মুছে দেওয়া হয়েছে। 

সূত্র আরো জানায়, শহরের ধনাঢ্য পরিবারের সন্তান রাতুল হাসান। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক হলেও সম্প্রতি এলাকার বিএনপির ক্যাডার হাসানের সহযোগি মুক্তারের অবিবাহিতা মেয়ের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে তারা চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুইজনে পালিয়ে যান। তবে এই কয়দিন পুরো বিষয়টি রাতুলের পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছিল। এই পরিবারের সন্তান এমন ঘটনা ঘটাবে পরিবারের কেউ সেটা চিন্তা করেন নি। তাই পরিবারের মান সম্মানের কথা ভেবেই বিষয়টি গোপন রাখা হয়।

এদিকে মঙ্গলবার হঠাৎ করেই রাতুল হাসান তার ফেসবুক আইডিতে পারিবারিক ও ব্যক্তিগত আক্ষেপ থেকে একটি স্ট্যাটাস দেন । সেখানে রাতুল ভুল বানানে লিখেন, “আমারে বাঁচতে দিলা না তােমরা,...তোমাগো কথা মত চলতে হইব নাইলে জোর খাটাইবা,চলতাম না ,,,,আমি থাকমু না তােমাগাে লগে,/জোর কইরা থাকাইবা...???/কুত্তা বিলাই লাগে,...??? বাইন্ধা রাখবা,..??/তোমাগো টেকা আসে ক্ষমতা আসে, আমার নাই,তাই যুদ্ধ সরাসরি করতে পারমু না,/তবে মইরা যামু কিন্তু হারতাম না, লাষ্ট রিকোয়েষ্ট আমি কেউ না তােমাগাে, আমার লাশ ও দেখতে আসবা না,/একটাই পােলা তােমাগাে,যার টেকা আসে ক্ষমতা আসে, সাবেরে লইয়া ই থাক/পোলার চেয়ে মান ইজ্জত আর নির্বাচন বড় তােমাগাে কাছে, নির্বাচন লইয়া ই থাক, মনে হয় ঐ বাসায় সবাই বাইচ্চা ই আসে একজনের নির্বাচন করার লেগা, নেতার নির্বাচন করা ছারা আর কেউর কোন লক্ষ্য ই নাই ঐ বাসায়,আমি এমন লাইফ এর কপালে উষ্টা মারি, আটকাইতে পারবা দমাইতে পারবা না,”। 
এরপরই ওই তরুণী সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি পর্যায়ক্রমে পোস্ট করতে থাকেন। এরমধ্যে এক সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট দিয়ে লিখেন, “বিয়ের ৩ ৪ মাস আগের পিক...ছবির নিচে তারিখ আছে...বউয়ের মোবাইলে নিজ হাতে তোলা...ছবি তুলতে মুরুব্বী লাগে নাই...ছবির নিচে তারখি আর সময় আসে...”।

এদিকে ধারণা করা হচ্ছে, রাতুল হাসান ওই তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়ার পরই বিয়ে তারা করেছেন। তবে কেন তিনি এসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন সে বিষয়টি স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু এসব ছবি নিয়ে শহরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

এদিকে রাতুলের বড় ভাই রিয়াদ হাসানের সঙ্গে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে কোনো ধরণের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। 

এ প্রসঙ্গে জানতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি
 

Ads
Ads