নর্দান বিশ্ববিদ্যালয় বনানী ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি সামি, সা. সম্পাদক ইমন

- ৩-মার্চ-২০২০ ০৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম অদি ১৫ সদস্যের একটি আংশিক কমিটির অনুমোদন দেন।
নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার ছাত্রলীগের সভাপতি হিসাবে নাইমুজ্জামান সামি এবং মেহেদী হাসান ইমনকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়েছে। এছাড়া কমিটিতে রাইসুল ইসলাম বিজয়কে সিনিয়র সহ-সভাপতি , সাইফুর রহমান জনিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুরাইয়া জাহান রিমাকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসাবে ঠাঁই পেয়েছেন শফিউল তালুকদার শাওন, অহিদুল ইসলাম অপু, আবু বকর সিদ্দিক সোহাগ এবং মেহেদী হাসান শাওন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুর রহমান জনি, মো. সাজ্জাদুর রহমান, মো. নিজাম উদ্দিন তারেক, রবিউল হাসান এবং ইমরান হোসেন।
নর্দান বিশ্ববিদ্যালয় বনানী শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে কমিটিতে ঠাঁই পেয়েছেন মুরসালিন আহমেদ প্রান্ত এবং মেহেদী হাসান তুষার।
কমিটি প্রসঙ্গে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহেল ভোরের পাতাকে বলেন, ছাত্রলীগ আমাদের আদর্শের জায়গা। মুজিববর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তারা নিজের কর্মকাণ্ড নিষ্ঠার সাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন আমিনুল ইসলাম সোহেল।