ভারতেজুড়ে করোনা আতঙ্ক, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮

  • ৪-মার্চ-২০২০ ১১:২৫ পূর্বাহ্ণ
Ads

:: আন্তর্জাতিক ডেস্ক ::

ভারতে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। নতুন করে ১৬ জন ইতালিয় পর্যটকের দেহে মিলেছে করোনাভাইরাস। ভারত সরকারের পরিসংখ্যান মতে, এই নিয়ে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির।

এর আগে ভারতে আসা ২১ জন ইতালিয় পর্যটকের মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এই সন্দেহে দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছিল। পরে তাদের শারীরিক পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত মাসে ২৩ জন ইতালিয় পর্যটকের ওই দল দিল্লিতে আসেন। তারপরে রাজস্থানে বেড়াতে যান তারা। গত মঙ্গলবার সেখানকার জয়পুরে ১ পর্যটকের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে। তারপরই তার শারীরিক চিকিৎসা শুরু হয়।

ওই ইতালিয় পর্যটকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় এই নিয়ে ভারতে গত কয়েকদিনে ওই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার তৃতীয় ঘটনা সামনে আসে। এদিকে ওই পর্যটকের স্ত্রীকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।

করোনাভাইরাসের আতঙ্কের জেরে আসন্ন হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞরা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোনো জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মোদি।

ভারতে করোনাভাইরাস রুখতে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘জনগণের উচিত স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা বজায় রাখা, ঠিকভাবে হাত ধোয়া। পাশাপাশি জনবহুল জায়গায় যাওয়া এড়ানো উচিত’।

Ads
Ads