বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৮৬

  • ৬-মার্চ-২০২০ ০৭:১১ পূর্বাহ্ণ
Ads

:: আন্তর্জাতিক ডেস্ক ::

বিশ্বব্যাপী সামাজিক-অর্থনৈতিক পট পরিবর্তন করে দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমেছে এর উৎপত্তিস্থল চীনের উহানে। তবে তা এখন সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আর এ ভাইরাসে মৃত্যুর মিছিল এখনও থামেনি। শুক্রবার (০৬ মার্চ) এই দলে শামিল হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে চীনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জন। বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৬ জন।

বৃহস্পতিবার (৫ মার্চ) চীনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ১৪৩ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে এ সংখ্যা কিছুটা বাড়লেও গবেষকদের হিসাবে, চীনে করোনা ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে, বিশেষ করে ভাইরাসটির উৎস হুবেই প্রদেশের বাইরে।

বৃহস্পতিবার হুবেইতে মারা গেছেন আরও ২৯ জন, এর মধ্যে উহান শহরেই মৃত্যুর ঘটনা ২৩টি। চীনে এ পর্যন্ত ৮০ হাজার ৫৫২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

দেশটিতে করোনা নিয়ন্ত্রণে নিয়োজিত এক জ্যেষ্ঠ গবেষক জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়েই উহান বাদে চীনের অন্য শহরগুলোতে করোনা ভাইরাস সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসতে পারে।

ঝ্যাং বলি নামে ওই গবেষক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করেছি। ফেব্রুয়ারির শেষের দিক থেকে হুবেই ছাড়া অন্য এলাকাগুলোতে নতুন সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

আমাদের বিশ্লেষণ অনুসারে আশা করি, উহান বাদে অন্য শহরগুলোতে মার্চ মাসের মাঝামাঝি সময়েই নতুন করে করোনার সংক্রমণ বন্ধ হবে। আশা করা যায়, মার্চের শেষের দিকে উহানেও আর আক্রান্তের ঘটনা ঘটবে না।

তিয়ানজিন ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের পরিচাক ঝ্যাং বলেন, চীনের (উহান বাদে) বাকি অঞ্চলগুলোর বাসিন্দারা এপ্রিল নাগাদ মাস্ক খুলে ফেলতে পারবেন। তবে এর মানে এটা নয় যে, করোনা ভাইরাস পুরোপুরি চলে যাবে। সে সময়ও বিদেশ ফেরতসহ কিছু ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারেন। এর মধ্যে চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে অন্তত ৬ হাজার ২৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৪২ জন।

মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১৪৮ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৮ জন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। দেশটিতে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০৭ জন।

এখন পর্যন্ত কোন প্রতিষেধক উদ্ভাবিত না হওয়া এই ভাইরাস এখন চীনের বাইরেই বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে, দেশে দেশে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশ্বজুড়ে এ ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হওয়ায় গত সপ্তাহেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Ads
Ads