পদ্মায় নৌকাডুবে ৩০ বরযাত্রী নিখোঁজ

  • ৬-মার্চ-২০২০ ০৪:১৮ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে শুক্রবার সন্ধ্যায় বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে ৩০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় শ্রীরামপুরের পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের কেউ কেউ সাঁতরে পাড়ে  উঠেতে সক্ষম হন।  পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনো নিখোঁজদের হদিস মেলেনি।

তিনি আরো জানান, নিখোঁজদের সন্ধানে দুইজন ডুবুরি ও বিজিবির সদস্যরা স্পিডবোটে অভিযানে আছেন।   

Ads
Ads