খালেদার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৯-মার্চ-২০২০ ০১:৫৭ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে হজ্জ বুথ সেবা-২০২০ এর উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। পাসপোর্ট ও ইমিগ্রেশনের ডিজি সাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রম ন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব শহিদুজ্জামান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদার সাময়িক মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে রবিবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এদিন বিষয়টি তার জানা নেই বলে দাবি করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদার পরিবার থেকে একটা আবেদন করেছে। সেই আবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে মুক্তি দেবার ক্ষমতা রাখে না। আমরা আইনমন্ত্রণালয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছি মতামতের জন্য। তারাই পরবর্তী ব্যবস্থা নিবেন।’

তবে খালেদার মুক্তির বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলে আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন আইনের বাইরে তো আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন না। আবার আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন তাই করছি। তার (খালেদা) পরিবারের আবেদনটা আমরা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবারও বলছি, যা কিছুই করতে হয় এটা বিচার বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে হবে; এর বাইরে কিছু হবে না।’

মুজিববর্ষের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান সম্পর্কে রবিবার গণভবন থেকে প্রেসরিলিজ দিয়েছে। ওখানে আমাদের যা যা বলা হয়েছে তাই আমরা ফলো করব। জাতীয় বাস্তবায়ন কমিটি কালকে এবং ভবিষ্যতে কী করব সব প্রোগ্রাম আপনাদের তারাই জানাবে। এখানে আমাদের কিছু বলার নেই।’

নিরাপত্তা বাহিনী এবং দেশের জনগণ মুজিববর্ষ হৃদয় দিয়ে পালন করতে উম্মুখ হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা এই মুজিববর্ষটা হৃদয় দিয়ে পালন করবে। যে ভাইরাসের কথা বলা হচ্ছে সেটা আমাদের জনগনকে আটকে রাখতে পারবে না। জনগন যে যার জায়গা থেকে মুজিববর্ষ পালন করবে। যে কোনো কিছুতে আমাদের নিরাপত্তাবাহিনী সবসময় সজাগ থাকে। এই আনন্দের দিনে কেউ কোনো ধরণের বিব্রতকর পরিস্থিতি করার চেষ্টা আমার মনে হয় করবে না বা সাহস করবে না।’

Ads
Ads