পুরান ঢাকায় লাচ্ছা সেমাই কারখানায় আগুন

- ১০-মার্চ-২০২০ ০৫:৪০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
পুরান ঢাকার চকবাজারে একটি লাচ্ছা সেমাই কারখানা আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, ৫৮ চক সার্কুলার রোডের একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় ওই কারখানায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
শাহজাদী সুলতানা বলেন, “গ্যাস লাইনে ছিদ্র থাকায় এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
তিনি জানান, ওই ভবনের সপ্তম তলায় লাচ্ছা সেমাই তৈরি করা হত। আর ষষ্ঠ তলা ব্যবহৃত হত প্যাকেট করার কাজে।