'করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে'

- ১০-মার্চ-২০২০ ০৮:৩১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
করোনাভাইরাসে মানবতা ও মানবস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এনিয়ে রাজনীতি করার কিছু নেই।’
মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুতদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে সরকার সচেষ্ট আছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনৈতিক নেতাদের কথায় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ নেই।’