এক পরিবারের সবাই অবৈধ মাদক ব্যবসায়ী!

- ১০-মার্চ-২০২০ ১২:৪০ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
পরিবারটির কে নেই মাদক ব্যবসায়? জীবনের স্ত্রী, দুই ভাই ও জামাতা, এমনকি তার বাড়ির নতুন বউও ইয়াবা কারবারের অংশীদার।
গত প্রায় দুই দশকে অবৈধ মাদক ব্যবসা করে পুরো পরিবারটিই এখন ফুলে ফেঁপে অঢেল সম্পদের মালিক।
মরণ নেশা ‘ইয়াবা’ বিক্রি করে তারা ঢাকায় আলিশান বাড়ি ও একাধিক গাড়ি কিনেছেন। পল্লবীর এখন বড় গড ফাদার তারা। তাদের নিয়ন্ত্রনে চলছে মাদক ব্যবসা।জানেও পুলিশ , এক ধরনের প্রকাশেই মাদক ব্যবসা করে তারা চলছে এই পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, কেবল জীবন একা নয়, তার পরিবারের সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। জীবনসহ তার ভাই মো জুয়েল, ফয়সাল বিরুদ্ধে অসংখ্য মাদকের মামলা রয়েছে। তারা সবাই পল্লবী থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
তারা বসবাস করেন, - বাসা ১০০, রোড-২, সেকশন ৭, পল্লবী, ঢাকা ১২১৬তে! জীবনসহ তাদের ভাইদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বেশিরভাগ মামলায়ই তাদের গ্রেফতার করা হয়। পুলিশের খাতায় তারা ইয়াবার পাইকারি কারবারি। একাধিকবার গ্রেফতার করা হয়।
এরপর জামিনে বের হয়ে সে পলাতক থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আরো জানা যায়, মো জুয়েল- ৪ জুন ২০১৮ ৫ কেজি র উপরে গাজা নিয় গ্রেফতার হয়।যা ৪/২৬৬ মাদক আইনে মামলা হয়।তার ভাই মো ফয়সাল গত ৪ মার্চ ২০১৯ তারিখে ২২ গ্রাম হেরোইনসহ ধরা পড়ে। জীবন - গত ২৯/৯/২০১৮ মাদক নিয়ে গ্রেফতার হয়। এ পরিবারের আরেক সদস্য,সবুজ বিভিন্ন সময় মাদক নিয়ে প্রশাসনের হাতে গ্রেফতার হয়।