ঢাকার তিন হাসপাতালকে ‘আইসোলেশন’ হিসেবে রাখা হয়েছে

  • ১০-মার্চ-২০২০ ০১:২৩ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকায় ৩টি হাসপাতালকে ‘আইসোলেশন’ হাসপাতাল হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর আইইডিসিআরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সুনির্দিষ্টভাবে এখনি হাসপাতালগুলোর নাম বলতে পারছি না। তবে ঢাকার মধ্যে ৩টি হাসপাতালকে ‘আইসোলেশন’ হাসপাতাল হিসেবে রাখা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালে আলাদাভাবে ‘আইসোলেশন’ সিস্টেম রাখা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের করোনা আক্রান্ত ৩ জন। আক্রান্ত তিনজনই ভালো আছে। তাদের অবস্থা স্থিতিশীল। তারা মৃদু ভাইরাসে আক্রান্ত। তাদের কোনো জটিলতা নেই। তবে পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। 

গত ২৪ ঘণ্টায় হট লাইনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ফোন এসেছে ২৭৭৮ জন। আইইডিসিআরে এসে নমুনা পরীক্ষা দিয়েছেন ২৫ জন। 

নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ জনের। সর্বমোট ১২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত নয়। প্রাতিষ্ঠানিক ভাবে কোয়ারেন্টাইনে আছে ৪ জন। আইসোলেশনে আছে ৮ জন।

প্রবাসীদের করোনাভাইরাস সার্টিফিকেট লাগবে কিনা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান তিনি।

চীনের বাইরে প্রায় ১১৪টি দেশ আক্রান্ত। বিদেশ থেকে আসা সবাইকে ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান তিনি। সচেতনতা ছাড়া এটা প্রতিরোধের আর উপায় নেই। কাশি দেয়ার সময় শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান তিনি । 

Ads
Ads